চাটগাঁ নিউজ ডেস্ক : ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গণভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠক শুরু হয় বিকেল সাড়ে ৫টার দিকে।
তিনি বলেন, দেশবিরোধী নৈরাজ্য, অস্থিরতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের রাজনীতির সুযোগ নিষিদ্ধ করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দল।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে।’
বৈঠকে ১৪ দলের অংশীদার বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধ হলে তারা আর সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না।’
বৈঠকে ১৪ দলের কেন্দ্রীয় নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাটগাঁ নিউজ/এআইকে