চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে—গণতন্ত্রের দিকে নাকি ভিন্ন কোনো পথে—সে সিদ্ধান্ত আগামী ১২ তারিখে জনগণকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখা না গেলে বড় বড় উন্নয়ন প্রকল্পও শেষ পর্যন্ত জনগণের কল্যাণে আসবে না। তাই যেকোনো মূল্যে গণতন্ত্রের পতাকা সমুন্নত রাখতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
জনসভায় রাজশাহী ও উত্তরাঞ্চলের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফারাক্কা ব্যারাজের বিকল্প হিসেবে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। এই ব্যারাজ বাস্তবায়িত হলে কৃষি, পানি ব্যবস্থাপনা ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি রাজশাহীর বিখ্যাত আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
বরেন্দ্র অঞ্চলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প বেগম খালেদা জিয়ার আমলে সম্প্রসারিত হলেও বর্তমানে তা কার্যত বন্ধ হয়ে গেছে। বিএনপি সরকার গঠন করলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে, খাল খনন ও পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
কৃষকদের জন্য সুখবর দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।
রাজনৈতিক সহনশীলতার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সংঘাত বা ঝগড়ায় বিশ্বাস করে না। এ কারণে তিনি ব্যক্তিগত আক্রমণ বা সমালোচনার পথেও হাঁটছেন না। তার ভাষায়, সমালোচনা করে কারও লাভ হয় না, এতে সাধারণ মানুষের সমস্যারও সমাধান হয় না।
দেশে কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে সতর্কবার্তা দিয়ে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ ভণ্ডুল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে দেশে একাধিক ‘তথাকথিত নির্বাচন’ হয়েছে, যেখানে নিশিরাত ও গায়েবি ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, একটি চক্র গোপনে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা রুখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উত্তরাঞ্চলের সব আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।
চাটগাঁ নিউজ/এমকেএন





