১২৮টি সিসি ক্যামেরায় নজরদারি, দুই শতাধিক ছিনতাইকারী ধরা

নিজস্ব প্রতিবেদক : ইদকে ঘিরে নগরীরের কোতোয়ালি থানা এলাকায় বেড়েছে পুলিশের নজরদারি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। বসানো হয়েছে ১২৮ সিসি ক্যামেরা।

ইদ উপলক্ষে নগরের নিউ মার্কেট মোড়সহ আশেপাশের এলাকায় বেড়েছে জনসমাগম। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ছিঁচকে চোর, ছিনতাইকারী ও পকেটমারের দৌরাত্ম্য।

তবে এবার যেন ব্যাপারটা একটু ভিন্ন, ইদে সাধারণ জনগণের নিরাপত্তা ও ভোগান্তি রোধে পুলিশের চালানো অগ্রীম অভিযানে দুই মাসে আটক হয়েছে প্রায় দুই শতাধিক ছিনতাইকারী। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।

তিনি বলেন, সরকার পতনের পর থেকেই দেশজুড়ে চুরি-ছিনতাই থেকে শুরু করে সব ধরণের অপরাধ কয়েক গুণ বেড়ে গেছে। তবে জননিরাপত্তায় পুলিশ সবসময় জনগণের পাশে আছে। সাধারণ জনগণকে নিরাপদে রাখতে কোতোয়ালি থানা পুলিশের চালানো অভিযানে গত দুই মাসে প্রায় দুই শতাধিক ছিনতাইকারী আটক হয়েছে। আমাদের এমন অভিযান আগামীতেও অব্যহত থাকবে। বর্তমানে ছিনতাইয়ের সংখ্যা প্রায় শূণ্যের কোঠায় নেমে এসেছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা ও জনগণের স্বার্থে আমরা কোতোয়ালি এলাকায় ১২৮টি সিসি ক্যামেরা স্থাপন করেছি। যার সাহায্যে আমরা পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখছি। সন্দেহজনক কোন কিছু চোখে পড়লেই আমরা তাৎক্ষণিক অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি।

কথা হয় নগরীর নিউ মার্কেট এলাকার রেয়াজউদ্দিন বাজারে ইদের শপিং করতে আসা রিয়াদ আহমেদের সাথে। তিনি বলেন, প্রতি বছর রেয়াজউদ্দিন বাজার থেকেই ইদের শপিং করি। তবে এবারের অনুভূতিটা একটু ভিন্ন। এবার প্রতিটা মোড়েই পুলিশের কঠোর অবস্থান চোখে পড়ার মতো।

হকার্স মার্কেটে ইদের শপিং করতে আসা জান্নাতুল মিতু বলেন, মার্কেটের মধ্যে এবার নিজেকে অনেক বেশি সেফ ফিল হচ্ছে। মনে হচ্ছে এবার পুলিশ জনগণের পাশেই আছে। পুলিশের এমন অবস্থান আমরা সব সময়ই চাই।

চাটগাঁ নিউজ/এইচএস/এসএ

Scroll to Top