চাটগাঁ নিউজ ডেস্ক: ১০ মামলার কারাদণ্ডপ্রাপ্ত ও ৪৭টি মামলার পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
শনিবার (১ নভেম্বর) সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ রুহুল আমিন (৫৫) পটিয়ার উপজেলার এয়াকুবদন্ডী এলাকার আবদুস সালামের ছেলে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো.রাসেল জানান, দীর্ঘদিন পলাতক থাকা ১০ মামলার কারাদণ্ডপ্রাপ্ত ও ৪৭টি মামলার পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিনকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর মামলা, ১টি জিআর মামলা ও ৪টি সিআর সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি ওয়ারেন্ট রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় ১৯টি সিআর মামলা ও ৬টি সাজা ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ওয়ারেন্ট রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







