১০ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

চাটগাঁ নিউজ ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষা ও হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পরে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১০ দিন পর আজ মঙ্গলবার (২ জুলাই) এভারকেয়ার হাসপাতাল থেকে বিকেল সাড়ে ৫টার দিকে বেগম খালেদা জিয়ার বাসার উদ্দেশ্য রওনা দেন।

এর আগে সকালে বেগম খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিকেলে বাসায় নিয়ে যাওয়া হবে।

বিএনপির একজন চিকিৎসক নেতা বলেন, ম্যাডামের যে শারীরিক অবস্থা তাতে বাসায় ফেরার মতো না। কিন্তু তিনি হাসপাতালে থাকতে চান না। হাসপাতালে আসা-যাওয়া নিয়ে তিনি খুবই বিরক্তি প্রকাশ করেন। এসব কিছু বিবেচনা করে ওনাকে আজকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, বাসায় ওনার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হবে। চিকিৎসকরা সার্বক্ষণিক ওনাকে মনিটরিংয়ে রাখবেন।

গত ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top