পড়া হয়েছে: ৬
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে ওই হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. নুরুল আমিন (২৪), মো. তৈয়ব (২১) ও সানজিদা আক্তার ওরফে রনি (৩৫)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আফতাব উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা অসামাজিক কাজে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/ইউডি