স্পোর্টস ডেস্ক: সিরিজের শুরু থেকে শেষ একই ছন্দ! তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পেলো না আফগানিস্তান। তাদের উড়িয়ে আজ শেষ ম্যাচেও হেসে-খেল জিতল জাকের আলী অনিকের দল। ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটে জিতল টাইগাররা। তার পথ ধরেই তিন ম্যাচের সিরিজে আফগানদের ৩–০ ব্যবধানে বাংলাওয়াশ করল তারা।
আফগানিস্তানের দুর্গে এবার বাংলাদেশের জয়ের আনন্দ! তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে আফগানদের হোয়াইটওয়াশ করল জাকের আলী অনিকের দল। রবিবার শারজাহতে সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। দুই ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
এই জয়ের পথ ধরে ২০১৮ সালে ভারতের দেরাদুনে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশের পুরনো ক্ষত মুছে ফেলে টাইগাররা। তবে এবার ছিল আরও বড় জয়-সেই সময় তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ, এবার তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পাল্টা হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
শারজাহ, যে মাঠটিকে আফগানিস্তান নিজেদের দুর্গ মনে করে, সেখানে সিরিজের তিনটি ম্যাচেই রান তাড়া করে জয় তুলে নেয় টাইগাররা। অথচ এই মাঠে সিরিজ শুরুর আগে আফগানিস্তান টানা ৬ ম্যাচে প্রথম ব্যাট করে জিতে আসছিল। সেই ধারায় ছেদ টেনে বাংলাদেশ টানা তিন ম্যাচে দাপট দেখাল।
শেষ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরু থেকেই টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় তারা। পাওয়ারপ্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা মাত্র ৩৯ রানে। শরিফুল, সাইফউদ্দিন, নাসুম, তানজিম-সবাই উইকেট তুলে নিয়ে একের পর এক আঘাত হানেন। সেদিকউল্লাহ আতাল, রাসুলি আর মুজিব ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৩ রান।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন শিকার করেন ৩ উইকেট, ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিব। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন পান একটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় টাইগারদের শুরুটা ছিল দেখেশুনে। পারভেজ হোসেন ও তানজিদ হাসান শুরুতে সতর্ক ব্যাটিং করেন। তবে সত্যিকারের রূপ বদল আসে সাইফ হাসানের আগমনে। তিনিই ছিলেন জয়রথের নায়ক। ব্যাট হাতে ছিলেন ধ্বংসাত্মক, আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী।
৩৮ বলে ৭ ছক্কা ও ২ চারে গড়া ৬৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন সাইফ। শেষ দিকে তাকে সঙ্গ দেন নুরুল হাসান সোহান, যার ৯ বলে ১০ রানের ক্যামিও ইনিংসে ম্যাচের ইতি ঘটে ছক্কা মেরে।
এই ম্যাচে বাংলাদেশ জয় পায় ১২ বল হাতে রেখেই, ৬ উইকেটের ব্যবধানে। তিন ম্যাচে তিন জয়, আফগানিস্তানকে ছাড় দেয়নি একটিবারও।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৩/৯ (গুরবাজ ১২, ইব্রাহিম ৭, সেদিকউল্লাহ ২৮, তারাখিল ১১, রাসুলি ৩২, ওমারজাই ৩, নবি ১, রশিদ ১২, আহমাদজাই ০, মুজিব ২৩*, বাশির ২*; শরিফুল ৪-০-৩৩-১, নাসুম ৪-০-২৪-২, সাকিব ৪-০-২৪-২, সাইফ উদ্দিন ৩-০-১৫-৩, সাইফ ১-০-৬-০, রিশাদ ৪-০-৩৯-১)
বাংলাদেশ: ১৮ ওভারে ১৪৪/৪ (পারভেজ ১৪, তানজিদ ৩৩, সাইফ ৬৪*, জাকের ১০, শামীম ০, সোহান ১০*; মুজিব ৪-১-২৬-২, ওমারজাই ৩-০-১২-১, বশির ৩-০-৩৮-০, রশিদ ৪-১-১৩-০, আহমাদজাই ৪-০-৫০-১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাইফ হাসান।
সিরিজসেরা: নাসুম আহমেদ।
সিরিজ: বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী।
চাটগাঁ নিউজ/এমকেএন