পড়া হয়েছে: 165
			
চাটগাঁ নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন উল্লেখ করে পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, আইন অনুযায়ী হিযবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
শুক্রবার (৭ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
এদিকে শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে হিযবুত তাহরীরের কিছু সদস্য। তারা অনুষ্ঠান সফল করতে বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হওয়ার আহ্বান জানিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন

 
															
 
								




