হিমছড়ি সৈকতে নেমে চবির ১ শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের হিমছড়ি সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক  শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ২ শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান।তিনি বলেন, বিষয়টি আমরা জেনে ঘটনাস্থলে যাচ্ছি। পরে ঘটনার বিস্তারিত জানাতে পারবো।

নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। তার বাবার নাম কে এম আনিছুর রহমান। তার স্থায়ী ঠিকানা ঢাকার মিরপুরে।

অন্য দুই নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের দুজনের বাড়ি বগুড়ায়। অরিত্রের বাবা আমিনুল ইসলাম ইংরেজি দৈনিক নিউ এজের সিনিয়র সহসম্পাদক হিসেবে ঢাকায় কর্মরত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে- তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগে ভর্তি হয়েছিলেন। তারা তিন জনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে তারা গতকাল রোববার কক্সবাজারে গিয়েছিলেন। আজ সকালে বৈরী আবহাওয়ায় হিমছড়ি বিচে নেমে নিখোঁজ হয়েছিলেন তারা।

বিষয়টি নিয়ে চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল রাতে প্রথম বর্ষের চারজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্য ২ জন এখনো নিখোঁজ।

তিনি আরও বলেন, আমরা সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করেছি। তাদের পরিবারকে জানানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top