চাটগাঁ নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর ঘোষিত চলমান ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’তে কোনো হিন্দু বা সংখ্যালঘুরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, তার জন্য আবেদন জানিয়েছেন সংগঠনটি।
তাদের রক্ষায় ‘প্রতিরোধ’ গড়ে তোলা জন্যও আহ্বান জানানো হয়েছে।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় সামাজিক সাইট টেলিগ্রামের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর পেজে সংগঠনটির পক্ষে এ আবেদন জানিয়েছেন এক সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন।
অয়ন তার পোস্টে উল্লেখ করেন, যারা ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাইবোনদেরকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন অবশ্যই। আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা এবং পরিকল্পনা চলছে।
অয়ন বলেন, ‘এত রক্ত ঝরার পর এই আন্দোলন কোনোভাবেই থামতে দেওয়া দেওয়া যাবে না আর আগামীকাল চলে আসুন ঢাকায়, সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে। বিজয় সুনিশ্চিত।’
উল্লেখ্য, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণায় দেওয়া হয়, রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করা হবে।
চাটগাঁ নিউজ/এআইকে