আনোয়ারা প্রতিনিধিঃ আনোয়ারায় হিটস্ট্রোক করে রুশমিয়া জেবিন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার বটতলী গ্রামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা যায়, হিটস্ট্রোকে নিহত শিক্ষার্থীর বাড়ি আনোয়ারার বটতলী গ্রামে। সে ওই গ্রামের মনির চেয়ারম্যানের বাড়ির ফরিদ আহমদের মেয়ে। সে দীর্ঘদিন ধরে পরিবারের সাথে ঢাকায় বসবাস করত। রাজধানীর পিলখানা বিজিবির বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রব স্কুলের দশম শ্রেণিতে ছাত্রী ছিলো সে।
এ বিষয়ে নিহতের স্বজন মঈনুদ্দিন গফুর খোকন চাটগাঁ নিউজকে জানান, রুশমিয়া জেবিন বুধবার বিকেলে অত্যধিক গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চিকিৎসক জানান সে হিটস্ট্রোকে মারা গেছেন।
চাটগাঁ নিউজ/এসবিএন







