হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে ফের চিঠি বাংলাদেশের

চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ফেরাতে ভারতকে ফের চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সাংবাদিকদের প্রশ্নে তৌহিদ হোসেন জানান, গত শুক্রবার (২১ নভেম্বর) শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল— ওনাদের প্রত্যর্পণের জন্য আমরা চিঠি দিচ্ছি।’

তার এ বক্তব্যের পরই শুক্রবার ভারতকে চিঠি দেওয়া হয়।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনাকে প্রথমবার ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেয়। তবে সেই চিঠিরও কোনো জবাব এখনও আসেনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top