হাসান আরিফের মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দের শোক

চাটগাঁ নিউজ ডেস্ক:  অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির শীর্ষনেতারা।

এদিকে, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে আন্তরিক সমবেদনা জানান।

এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ব্যক্তিগত ভাবে আমি আমার সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন।

চাটগাঁ নিউজ/ইউডি  

 

Scroll to Top