চাটগাঁ নিউজ ডেস্ক: চিন্ময় কাণ্ডে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ধাক্কার ঘটনার মামলায় ট্রাক চালক ও সহকারির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
ওই দুই আসামি হলেন—ট্রাকচালক মুজিবুর রহমান (৪০) ও তার ছেলে ট্রাকের হেলপার মো. রিফাত মিয়া (১৮)। তারা দুজনেই ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা।
শুনানিতে অংশ নেওয়া আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহান বলেন, লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে চাপা দেওয়ার ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ধারায় হওয়া মামলায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় হাসনাত ও সারজিস আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি লোহাগাড়ার চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। গ্রামীণ রাস্তা থেকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে উঠলে তাদের গাড়ি বহরের একটি প্রাইভেট কারের সাথে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। এতে কারটির সামনের বাঁ দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।
এ ঘটনায় ওইদিন রাতেই ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক বাদী হয়ে লোহাগাড়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
চাটগাঁ নিউজ/ইউডি