হাসনাত আবদুল্লাহর ওপর হামলা— প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল

চাটগাঁ নিউজ ডেস্ক : গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) রাত ৯টার দিকে নগরীর টাইগার পাস মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনটির নেতারা এ হামলার জন্য আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করেন।

এসময় নেতারা বলেন, হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের মহানায়ক। তার ওপর বারবার হামলার ঘটনা প্রমাণ করে আমরা বিপ্লবীদের প্রত্যেকের জীবন আজ নিরাপত্তাহীন। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিপ্লবীদের জীবনের নিরাপত্তা দাবি করছি। অন্যথায় এবার আর প্রতিবাদ-প্রতিরোধ নয়, সরাসরি প্রতিশোধ হবে। ছাত্রলীগ যেখানেই পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ হবে।

বৈষম্যবিরোধী নেতারা আরও বলেন, আমরা গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চাই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সরকারকে বলছি, আমরা আর কোনো কালক্ষেপণ চাই না। বিচারে দেরি হচ্ছে বলেই আওয়ামী লীগ বিপ্লবীদের ওপর হামলার দুঃসাহস দেখাচ্ছে।

উল্লেখ্য, আজ রোববার সন্ধ্যায় গাজীপুর চান্দিনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আবদুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে এতে তিনি গুরুতর জখম হন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top