নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ডের রাজা-বাদশা ব্রিকফিল্ড রোডের স্বপ্ন-পাড়ি আবাসিক এলাকায় বৃষ্টি ছাড়াই সবসময় লেগে থাকে জলাবদ্ধতা। এমন বাস্তবতায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকায় বসবাসরত মানুষের।
স্থানীয়রা জানান, এই রাস্তাটি নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বার ওয়ার্ডে রাজা-বাদশা ব্রিকফিল্ড রোড়ের স্বপ্ন পাড়ি আবাসিক এলাকায় যাবার জন্য একমাত্র রাস্তা। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে রাস্তাটির ড্রেন ভরাট থাকার কারণে বর্ষাকাল ছাড়াও পুরোটাই পানিতে ডুবে যায়। এর ফলে পথচারী ও রিকশা, ভ্যান, মোটরসাইকেলের মতো ছোট যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে।
বিস্তারিত দেখুন সিপ্লাস টিভিতে……………………..
চাটগাঁ নিউজ/টিপু/এমকেএন

															
								




