হালিশহরের বস্তিতে আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের হালিশহরের গ্রিন ভিউ আবাসিক এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদয়ন চাকমা জানান, গ্রিন ভিউ আবাসিক এলাকার একটি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, টিনের ছাউনির ৯ কক্ষের কাঁচাঘর আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top