পড়া হয়েছে: ৬৬
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর হালিশহরে অবস্থিত একটি টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় ওই ফ্যাক্টরিতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৯টার পর কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ হচ্ছে না। আশপাশের ভবনে অনেক পরিবারের বসবাস। স্থানীয়রা তাদের নামিয়ে আনার চেষ্টা করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, হালিশহরের মৌসুমি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ