হালদা নদীর বেড়িবাঁধ ভাঙনের আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার কুম্বারপাড়া এলাকার হালদা নদীর বেড়িবাঁধ ভেঙে যেকোনো সময় প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে করে বেড়িবাঁধে নতুন করে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কুম্বারপাড়া সংলগ্ন হালদা নদীর বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বছর খানেক আগের বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও এখনো এর কোনো সংস্কার হয়নি। ফলে নদীর পানি বৃদ্ধি পেলে ভাঙন সৃষ্টির মাধ্যমে পানি লোকালয়ে ঢুকে পড়ার শঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম বলেন, বাঁধের অবস্থা খুবই দুর্বল। আমরা বারবার বলেছি যেন মেরামত করা হয়, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন ভয় হচ্ছে পানি বাড়লে ভাঙন শুরু হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত বাঁধ মেরামতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, নদীর পানি যেভাবে বাড়ছে, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, আমরা বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। আপাতত নতুন কোনো প্রকল্প নেওয়ার সুযোগ না থাকলেও তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top