হালদা নদীতে জব্দ সাড়ে ৪ হাজার মিটার জাল 

চাটগাঁ নিউজ ডেস্ক: হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ হাজার মিটার বেড়া জাল ও কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার রাতে ও আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সত্তারঘাট থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য দপ্তর রাউজান ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযানকালে হালদা-কর্ণফুলীর মোহনায় স্থানীয় লোকজনের বাঁধার মুখে অভিযান সমাপ্ত করে হাটহাজারী উপজেলার রামদাস হাটের নৌ পুলিশ ফাঁড়িতে ফিরে আসে। পরে স্থানীয় গণ্যমান্য ও উপস্থিত লোকজনের সামনে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

পোড়ানো জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

রাউজান উপজেলা সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top