চাটগাঁ নিউজ ডেস্ক: প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরাজাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত নদীর হাটহাজারী ও রাউজান উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান।
তিনি জানান, হালদা নদীর হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়ন, উত্তর মার্দাশা ইউনিয়নের বিভিন্ন স্থান ও রাউজান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে ঘেরাজাল বসিয়ে মাছ শিকার করার সময় ১০টি জাল জব্দ করা হয়।
যার আনুমানিক দৈর্ঘ্য ৫ হাজার মিটার। এ সময় সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
অভিযানে আইডিএফ কর্মকর্তা, গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী ও হালদায় ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যরা সহযোগিতা করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ