হালদা নদীতে অভিযান: অবৈধ চরঘেরা জাল জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় হালদা নদীতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা সিনিয়র মৎস্য অফিস।

জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৮৫০ মিটার এবং বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় হাটহাজারীর উত্তর মার্দাশা রামদাস হাট, মেখল সার্তারঘাট, মাছুয়াগোনা ও কেরামতলী এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় তাকে সহযোগিতা করেন হালদা অস্থায়ী ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলীসহ হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর, শহীদুল্লাহ ও হোসাইন।

মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, জব্দ করা অবৈধ জালগুলো রবিবার গড়দুয়ারা নয়াহাট হালদা চত্বরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য অধিদপ্তরের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top