পড়া হয়েছে: ৬৫
ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত ৪ জন হলেন- আব্দুল জব্বার, মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ খোকন ও আব্দুল মতিন।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নাজিরহাট পৌরসভার মতি ভান্ডারে পাশে হালদা নদী থেকে নৌকায় করে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।বলে জানান।
চাটগাঁ নিউজ/এসএ