চাটগাঁ নিউজ ডেস্ক: প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদায় মাছ ধরার অপরাধে দুইজনকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে দেড় হাজার মিটার ভাসাজাল ও ১টি বড়শি জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ছাত্তারঘাট থেকে মোহনা পর্যন্ত হালদা নদীর অংশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম এবং নৌ পুলিশের এএসআই রমজান আলী।
অভিযানের বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, “হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। অবৈধভাবে মাছ শিকার রোধে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
চাটগাঁ নিউজ/এমকেএন