হালদায় থেকে এক মণ ওজনের মৃত ডলফিন উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসছিল এক মণ ওজনের একটি মৃত ডলফিন। পরে সেটি নৌ পুলিশ গিয়ে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২ দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়িঘোনা এলাকায় নদীতে জোয়ারের সময় ভাসমান অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে চলতি বছরে হালদা নদী থেকে চারটি মৃত ডলফিন পাওয়া গেল।

নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান, ফাঁড়ির কাছাকাছি এলাকায় জোয়ারের পানিতে ভেসে থাকা ডলফিনটির মরদেহ দেখতে পেয়ে সেটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডলফিনটি আনুমানিক পাঁচ ফুট লম্বা। এর ওজন ৩৫ থেকে ৩৮ কেজির মতো হতে পারে। আকার ও গঠন দেখে এটিকে প্রাপ্তবয়স্ক ডলফিন বলে ধারণা করা হচ্ছে।

ডলফিন উদ্ধারের বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিকে অবহিত করা হয়েছে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, গবেষকরা এসে ডলফিনটি পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় কার্পজাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদী দেশের মিঠাপানির ডলফিনের একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। একসময় কর্ণফুলী নদীতেও ডলফিনের উপস্থিতি থাকলেও নদীদূষণ ও পরিবেশগত পরিবর্তনের কারণে বর্তমানে সেখানে ডলফিনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top