হালদায় অভিযানে কারেন্ট জাল জব্দ, দু’জনকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে প্রায় ৩৫০০ মিটার কারেন্ট জাল ও ৮টি বড়শি জব্দ করা হয়েছে। এসময় দু’জনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পযন্ত নদীর ছাত্তারঘাট হতে মোহনা পর্যন্ত অংশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি অং ছিং মারমা।

রাউজানের সহকারী কমিশনার (ভূমি) জানান, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর এবং হালদায় অবৈধভাবে মাছ শিকাররোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম ও নৌ পুলিশের এএসআই রমজান আলী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top