চাটগাঁ নিউজ ডেস্ক: নোয়াখালীর মাইজদী থেকে ট্রাকে চড়ে চট্টগ্রামে চলে আসা ৯ বছর বয়সী এক শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে কর্ণফুলী থানা পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) সকালে শিশুটিকে তার মায়ের কাছে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
জানা গেছে, শিশুটির নাম মো. রিফাত (৯)। সে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী এলাকার মৃত রাসেল ও নারগিস আক্তারের ছেলে। গত ২৪ জানুয়ারি রিফাত নোয়াখালীর মাইজদী এলাকা থেকে অজ্ঞাত একটি ট্রাকে চালকের সঙ্গে চট্টগ্রামে চলে আসে। একইদিন রাত ১১টার দিকে কবির নামের এক ব্যক্তি তাকে নতুন ব্রিজ এলাকায় দেখতে পান। পরে কবির তাকে ব্রিজঘাট এলাকায় নিজের বাসায় নিয়ে যান এবং কর্ণফুলী থানায় বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ শিশুটিকে থানায় নিয়ে আসে। পরে তদন্তের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করে শিশুটিকে আজ বিকেলে মায়ের হাতে তুলে দেওয়া হয়।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, শিশুটিকে পাওয়ার পর তার পরিবারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন পুলিশ এরপর আমরা তাকে তার মায়ের হাতে তুলে দিয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত।
পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা নারগিস আক্তার। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ