সিপ্লাস ডেস্ক: ভারতের হায়দরাবাদে বহুতল একটি ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯ জন, আহত বহু।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ নভেম্বর) যে ভবনে আগুন লেগেছে সেটির নিচতলায় বেশকিছু কেমিকেল বোঝাই ড্রাম ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে বলে ফায়ার সার্ভিস ধারণা করছেন।
হায়দরাবাদ ফায়ার সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছিল। আমরা ওই ভবন থেকে এখন পর্যন্ত ২০ জনকে সরিয়ে নিয়েছে।
যারা হতাহত হয়েছেন তাদের বেশিরভাগই ভবনটির প্রথম ও দ্বিতীয় তলার ভাড়াটিয়া। যারা ওপরের তলাগুলো বসবাস করেন, তাদের মধ্যে হতাহতের সংখ্যা কম।
এনডিটিভি আরও বলেছে, ভবনের মালিক রমেশ জসওয়াল নিজেই সেটির নিচতলাকে তেল ও কেমিকেলের গোডাউন হিসেবে ব্যবহার করতেন। আগুনের ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিনি পালিয়ে গেছেন।