চাটগাঁ নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার এবং এসব হিসাবের মধ্যে থাকা ৬৫ লাখ টাকা রাষ্ট্রের কাছে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ বুধবার (৭ জানুয়ারি) এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির উপপরিদর্শক আব্দুল লতিফ এই ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং অর্থ বাজেয়াপ্তের আবেদন করেন। আবেদনে বলা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমানকে হত্যা করা ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান মানি লন্ডারিং অভিযোগে অনুসন্ধানাধীন।
প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ধরনের সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সরবরাহ এবং সংঘবদ্ধ অপরাধের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে বলে প্রাথমিক তদন্তে ধরা পড়েছে।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী-২০১৫)-এর প্রাসঙ্গিক ধারা অনুযায়ী এই ব্যাংক হিসাব অবরুদ্ধ ও অর্থ বাজেয়াপ্ত করা জরুরি হিসেবে আদালত উল্লেখ করেছেন। বিচারকের নির্দেশ অনুযায়ী, অভিযোগের নিষ্পত্তির আগে হিসাবের অর্থ বেহাত হওয়া রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







