চাটগাঁ নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির মন্ত্র ছিল ‘বল বীর, চির উন্নত মম শির’। এ উন্নত মম শিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা একজন বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে, নিজের কাছে বারবার বলবে, বল বীর, চির উন্নত মম শির। আমাদের শির কখনো নত হবে না।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির জানাজার আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরপর ওসমানের জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
প্রধান উপদেষ্টা বলেন, আজ লাখ লাখ মানুষ এখানে হাজির হয়েছে। পথে ঢেউয়ের মতো মানুষ আসছে। সারা বাংলাদেশজুড়ে কোটি কোটি মানুষ আজ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে।
তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও এই মুহূর্তে হাদির কথা জানতে চায়।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো, এবং যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।
এটা কেউ সরাতে পারবে না। প্রিয় হাদি, আজ আমরা তোমাকে বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো, সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করতে এসেছি। শুধু আমরা নই, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ সেই ওয়াদা করার জন্য আমরা সবাই মিলে তোমার কাছে এসছি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, তোমার মানবপ্রেম, মানুষের সঙ্গে ওঠাবসার ভঙ্গি এবং তোমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে। আমরা সেটা মনে-প্রাণে গ্রহণ করছি। এটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে এবং আমরা তা অনুসরণ করতে পারি। তুমি আমাদের কানে এমন এক মন্ত্র দিয়ে গেছো, যা বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজবে এবং আমাদের জাতির সঙ্গে সংযুক্ত রাখবে।
ওসমানের মন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, তোমার মন্ত্র ছিল, বল বীর, চির উন্নত মম শির। এই মন্ত্র বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের কাছে বলবে, বল বীর, চির উন্নত মম শির। আমাদের শির কখনো নত হবে না। এই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছো। আমাদের সব কাজে আমরা তা প্রমাণ করবো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারও কাছে মাথা নত করবো না। সে মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছ। আমরা সেটা পুরণ করে যাব।
নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে। নির্বাচনে অংশ নিতে গিয়ে নির্বাচন কীভাবে করতে হয়, তারও একটি প্রক্রিয়া আমাদের শিখিয়ে গেছ। সে প্রক্রিয়া সবাই মিলে আমরা যেন গ্রহণ করি। কীভাবে প্রচার-প্রচারণা কার্যক্রম চালাতে হয়, কীভাবে মানুষের কাছে যেতে হয়, কীভাবে মানুষকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য প্রকাশ করতে হয়, কীভাবে বিনয়ের সঙ্গে মানুষের কাছে যেতে হয়, সবকিছুই তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম। আমরা এ শিক্ষা চালু করতে চাই। আমরা আমাদের রাজনীতিকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে।
তিনি আরও বলেন, হাদি, তুমি কোনোদিন হারিয়ে যাবে না। কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে। তোমার মন্ত্র আমাদের মনে করিয়ে দেবে, বল বীর, চির উন্নত মম শির। এই মন্ত্র নিয়ে আমরা সামনের পথে এগিয়ে যাব। সবার পক্ষ থেকে আজ তোমার সঙ্গে আমরা ওয়াদা করলাম। তোমাকে আল্লাহর কাছে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো।
জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা।
চাটগাঁ নিউজ/জেএইচ






