হাদির অকাল মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক শোক বার্তায় দূতাবাস জানায়, তারা বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে একাত্ম হয়ে এই মেধাবী তরুণ নেতার প্রয়াণে শোকাহত।

মার্কিন দূতাবাস হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং তার অগণিত সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সম্মুখভাগের যোদ্ধার মৃত্যুতে আন্তর্জাতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ সিঙ্গাপুর থেকে বিশেষ বিমানে করে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তার আগমনের অপেক্ষায় বিমানবন্দর এলাকায় এবং শাহবাগে তার অনুসারীরা সমবেত হচ্ছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top