চাটগাঁ নিউজ ডেস্ক: হাটহাজারী সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি কার্যকরী সংসদ (২০২৫-২৬)’র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হাটহাজারী সিটি সেন্টার মিলনায়তনে ব্যবসায়ীদের উদ্যোগে নবনির্বাচিত কার্যকরী সংসদের শপথ গ্রহণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কার্যকরী সংসদের নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ হাটহাজারী সিটি সেন্টার ব্যবসায়ীদের নিরাপত্তা ও উন্নয়নে নানামুখী উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
হাটহাজারী সিটি সেন্টার ব্যবসায়ীদের সরাসরি ভোটে কার্যকরী সংসদের ২০২৫-২৬’র জন্য আট সদস্য বিশিষ্ট প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হাটহাজারী সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে মো. রফিক এবং সাধারণ সম্পাদক পদে মো. শওকত হোসেন নির্বাচিত হন। প্যানেলে সহসভাপতি মো. মামুনুর রশিদ, সহসাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন মুন্না, ধর্ম ও অর্থ সম্পাদক মো. ওসমান গণি মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. সানি ও কার্যনির্বাহি সদস্য পদে সৈয়দ মো.মাসুম,রুবেল বণিক নির্বাচিত হন।
চাটগাঁ নিউজ/ইউডি