হাটহাজারীতে পুলিশের ওপর হামলা, আটক শিবির নেতা!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা এবং কাজে বাধা দানের অভিযোগে মো. রায়হান (২৬) নামে শিবিরের এক সাবেক নেতাকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২২ অক্টোবর) বিকালে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আটককৃত শিবির নেতা মো. রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তিনি হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির মো.আবুল কালামের সন্তান।

ওসি মনজুর কাদের জানান, গতকাল আলীপুর স্কুলের ছাত্র হত্যার ঘটনায় জড়িত আটক দুইজনের ছবি ও ভিডিও ধারণ করার সময় পুলিশ বাধা দেয়। এসময় সে পুলিশের ওপর হামলা করে এবং পুলিশের কাজে বাধা দিলে পুলিশ তাকে আটক করে।

জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী জানান, এক সময় তিনি কলেজ শাখার সভাপতি থাকলেও বর্তমানে জামায়াত-শিবিরের কোনো পদ পদবিতে নেই।

চাটগাঁ নিউজ/জেএইচ 

Scroll to Top