পড়া হয়েছে: ৩৪
সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মনিরুজ্জামান। অন্যদিকে মুহাম্মদ রুহুল আমিনকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) চট্টগ্রামের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়েছে।
একই আদেশে মো. মনিরুজ্জামানকে হাটহাজারী মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রত্যাহার হওয়া ওসি মুহাম্মদ রুহুল আমিনকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
২০২২ সালের ১২ জুলাই হাটহাজারী মডেল থানায় যোগদান করেন মুহাম্মদ রুহুল আমিন। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার চকবাজার ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।