চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল (মাটির উপরের অংশ) কাটার দায়ে মো. খোকন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত এগারটার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের তুলাতুলি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান।
অভিযুক্ত মো. খোকন ওই এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, রাতের আঁধারে স্কেলেবেটর দিয়ে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে রাত এগারটার দিকে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই।
এ সময় ওই এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে খোকনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের কাজ না করার জন্য অভিযুক্তসহ আশপাশের সবাইকে সতর্ক করা হয়। কৃষি জমি সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ