চাটগাঁ নিউজ ডেস্ক : হাটহাজারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন গাছের টুকরো উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার (১৯ মে) দিবাগত রাত ১২ থেকে দু’টার মধ্যে উপজেলার রংগীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৫১০০টি সেগুন কাঠের টুকরো জব্ধ করা হলেও কাউকে আটক করা যায়নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় করেন উপজেলা নির্বাহী অফিসার এবি এম মশিউজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারমিন।
রংগীপাড়া এলাকায় বিপুল পরিমাণ চোরাইকাঠ মজুত করে রাখা হয়েছে- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১২টার পরে থানা পুলিশের সহায়তায় বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযানে যান উপজেলা নির্বাহী অফিসার এবি এম মশিউজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারমিন। অভিযানে ওই এলাকা থেকে আনুমানিক ৫১০০ টি সেগুন গাছের টুকরো জব্ধ করা হয়। যাতে কিছু গাছের মার্কিং নম্বর থাকলেও অধিকাংশে নেই।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার এবি এম মশিউজ্জামান জানান, রবিবার রাতে রংগীপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় সরকারি ক্রয়াদেশের সাথে অধিকাংশ গাছ মিক্সড হওয়া এসব সেগুনকাঠের টুকরাগুলো পাওয়া যায়। তবে এসময় আশপাশে ডিপোর মালিক- শ্রমিক কাউকে পাওয়া যায়নি। কাঠগুলো জব্ধ করে বনবিভাগকে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসআইএস