হাটহাজারীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

চাটগাঁ নিউজ ডেস্কঃ হাটহাজারীতে র‌্যাবের অভিযানে ২টি অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মো. সালাউদ্দিন লিটন (৩৩)।

শুক্রবার (২২ মার্চ) বিকালের দিকে র‌্যাব-৭ কর্তৃপক্ষ অস্ত্রসহ ওই ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও বালুছড়া এলাকার পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত মো. সালাউদ্দিন লিটন হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খন্দকিয়াস্থ বহাদ্দার বাড়ীর মৃত কামাল উদ্দিনের পুত্র।

র‌্যাব-৭ সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও বালুছড়া এলাকার পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় আটককৃত আসামির হেফাজত থেকে ০১টি দেশীয় তৈরী এলজি এবং ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে সে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top