হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. সাজ্জাদ (২৫) নামের এক বাইক আরোহী যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে কুমারী কুল রাস্তার মাথায় হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নগরীর অক্সিজেন এলাকা থেকে বর যাত্রী নিয়ে মোটরসাইকেল সহকারে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় বিয়েতে যাচ্ছিলেন দুর্ঘটনা কবলিতরা। বর যাত্রীর বহর উল্লেখিত স্থান অতিক্রম করার সময় বেপরোয়া গতিতে পাশাপাশি চলা আরেকটি বাইকের সাথে ধাক্কা খেয়ে রং সাইডে গিয়ে সাজ্জাদের বাইকটি (চট্ট মেট্টো ল-১৬৯৯৮১) একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে জড়ায়।

এতে ঘটনাস্থলে বাইক আরোহী সাজ্জাদের মৃত্যু হয়। একি ঘটনায় গুরুতর আহত হয় সাথে থাকা আরো দুই ব্যক্তি। ঘটনার পর পর আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনাস্থলে থাকা নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের এসআই শাহেদ জানান, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে তারা ঘটনাস্থলে এসেছেন। এছাড়া তাৎক্ষণিকভাবে গুরুতর আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে একইদিন সকালের দিকে স্কুলে যাওয়ার পথে ওই সড়কের কালি বাড়ি মন্দিরের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন চৌধুরী (৪২) গুরুতর আহত হয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top