চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী মো. হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পৌরসভার ৩ নম্বর আজিমপাড়া এলাকায় মৌলানা আমিনের বাড়ির আইয়ুবের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. হোসেন হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজি আজিজুল হকের বাপের বাড়ির আবদুল খালেকের ছেলে। তিনি প্রবাস থেকে ফিরে স্ত্রীকে নিয়ে প্রায় তিন মাস ধরে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।
জানা যায়, ঘটনার দিন সকালে ভাড়া আদায়ের জন্য বাসার মালিক পক্ষ ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে উঁকি দেন। এ সময় কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হোসেনকে দেখতে পান তারা। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ফুলে গিয়েছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল।
মেখল ইউনিয়নের সাবেক সদস্য আবদুল কাইয়ুম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে কয়েকদিন আগে হোসেনের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। ধারণা করা হচ্ছে, এর এক–দুই দিনের মধ্যেই তিনি আত্মহত্যা করতে পারেন।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন







