হাটহাজারীতে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা মিরেরহাট বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান হাবিব (২৪) নামের এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার আবদুল মোনাত কালু সওদাগরের ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাতে বাইক নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন হাবিব। পরে আশপাশের লোকজন এসে গুরুতর আহত হাবিবকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) নাজমুল হাসান বলেন, গতকাল রাতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গেলে ভিকটিমের সাথে থাকা কেউ কোনো তথ্য না দিয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে, আজ শনিবার বেলা ১১টায় শায়েস্তা খাঁ পাড়ার ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top