হাটহাজারীতে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আকবর (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল যাত্রী সৌরভ (১৮) নামে অন্যজন গুরুতর আহত হন।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: আসাদ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের সত্তার ঘাট এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে আকবর ও সৌরভ মোটরসাইকেল নিয়ে হালদা ব্রিজের দিকে ঘুরতে যায়। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় তাদের বহন করা বাইকটি। এতে তারা দুজনই গুরুতর আহত হয়।

পরে আশে পাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত হাটহাজারী পৌর সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করে। এবং গুরুতর আহত সৌরভকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: আসাদ জানান, নিহত আকবরের বাড়ি সীতাকুণ্ডের কুমিরা ও আহত সৌরভ উপজেলার ধলই ইউনিয়নে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top