হাটহাজারীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশাচালকের

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে শাহাদাৎ হোসেন (৪২) নামের এক অটোরিকশা চালক মারা গেছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ৩নং মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল নামক স্থানে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ উপজেলার ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের হারুন চেয়ারম্যান বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর পুত্র। তিনি দুই কন্যা সন্তানের জনক।

এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ (বুধবার) বিকালের দিকে নাজিরহাটমুখী একটি পিকআপের সঙ্গে নগরমুখী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় অটোরিকশাচালক শাহাদাৎ। পরে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু কাওসার মাহমুদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top