হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেটের পরে ১১ মাইল নামক এলাকায় হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সমারন্দন নাথ (৭০), নুর জাহান (৫৫), জাহানারা বেগম (৬০), রাকিব (১৬), ওসমান গনি (৫০), সাইমুন (২২), সাব্বির (১১), ইউছুপ (৪৮), নিলু বালা (৮০), রতন কুমার চৌধুরী (৫৮), প্রকাশ মল্লিক (৬৩), সাহেদ (২১)। তবে অন্যদের পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে অক্সিজেন বাসস্টেশন থেকে যাত্রী নিয়ে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা শাহজালাল নামক বাসটি (চট্টমেট্টো জ-০৫০০৯৬) এগারো মাইল অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন৷ পরে আশেপাশের লোকজন ও হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দেন। এদের মধ্যে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সমারন্দন নাথ, নুর জাহান, জাহানারা বেগম, রাকিব এবং অজ্ঞাতনামা এক যাত্রীসহ মোট পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া ওসমান গনি, সাইমুন, সাব্বির, ইউছুপ, নিলু বালা, রতন কুমার চৌধুরী, প্রকাশ মল্লিক, সাহেদসহ অজ্ঞাত আরো কয়েকজনকে নিকটতম প্রাইভেট হাসপাতাল ও ফার্মাসিতে চিকিৎসা সেবা দেওয়া হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুমা আকতার জানান, বাস দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়। এছাড়া অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল্লাহ হাওলাদার আসাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top