হাটহাজারীতে দুই দোকানিকে ৮ হাজার অর্থদণ্ড

হাটহাজারীতে দুই দোকানিকে ৮ হাজার অর্থদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী ২ মার্চ শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আর পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে বাজার মনিটরিংয়ের কাজ শুরু করেছেন উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের ২ দোকানিকে বিভিন্ন অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন।

জানা যায়, উপজেলার সরকারহাট বাজারে সয়াবিন তেল গুদামজাত করা, প্রদত্ত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়, রাস্তার ওপরে জায়গা দখল করে পণ্য বিক্রয় এবং মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে অন্তু পাল ও রাকেশ পাল নামে ২ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাকিদের সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন বলেন, ‘রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়, মানসম্মত পণ্য যাতে বিক্রি করে, কোনো ভেজাল মিশ্রিত না করে, মূল্যসামগ্রীর দাম দোকানের সামনে টানিয়ে রাখে এবং ভোক্তারা দামে কোনোভাবেই যাতে প্রতারিত না হয় সে জন্য এই অভিযান পরিচালনা করা হয়।’
তিনি বলেন, সরকারি যে দাম নির্ধারণ করা হয়েছে তা মেনে চলতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top