পড়া হয়েছে: ১৩
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে ডেবিল হান্টের বিশেষ অভিযানে ইমরান হোসেন বাপ্পি (২৯) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমরান হোসেন বাপ্পি উত্তর জেলা ছাত্রলীগ সহ-সম্পাদক ও চিকনদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকীয়া গ্রামের বাদামতল এলাকার হাজী পাড়ার শাহজাহানের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার দিবাগত রাতে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উত্তর জেলার এ নেতাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, আজ শনিবার গ্রেপ্তার বাপ্পিকে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন