চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে পৌরসভার ২ নং ওয়াডস্থ আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের পরিচয় সনাক্তে কাজ চলছে।
স্থানীয়রা জানান, বিকালের দিকে আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসা এলাকায় ব্রিজের উপর রেল লাইনে এক বৃদ্ধের (আনুমানিক বয়স ৫৪ বছর) মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে এ খবর ছড়িয়ে পড়লে ওই স্থানে আশে পাশের লোকজন লাশ দেখতে ভিড় জমান। তবে মাথা বিচ্ছিন্ন হয়ে ব্রিজের নিচে পড়ে যাওয়ার কারণে লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।
তবে ধারণা করা হচ্ছে, পৌরসভার এগারো মাইলে অবস্থিত ১০০ মেঘাওয়াট পাওয়ার প্লান্টের জন্য জ্বালানি নিয়ে আসা ওয়াগন ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধ নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের পরিচয় সনাক্তে কাজ শুরু করেছে।
চাটগাঁ নিউজ/এসএ