হাটহাজারীতে টেম্পুর নিচে চাপা পড়ে প্রাণ গেল চালকের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই এলাকায় টেম্পুর নিচে চাপা পড়ে লিটন বড়ুয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক সড়কের ধলই ইউনিয়নের কালি বাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইদুল ইসলাম জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে পড়ে থাকা একটি টেম্পু দেখে স্থানীয়রা নাজিরহাট হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেম্পুটিকে খাদ থেকে তুলতে গেলে তার নিচে চাপা পড়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে।

নিহতের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম লিটন বড়ুয়া এবং বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার ভোররাতে অথবা সকালে টেম্পু চালিয়ে নাজিরহাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top