পড়া হয়েছে: ৪৮
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে টানা চতুর্থবারের মত জয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি পেয়েছেন ৫০ হাজার ৯৭৭ ভোট।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল ইসলাম।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ৩৬ হাজার ২৫১।
একই আসনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৪০১ ভোট। এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৪৬টি।
চাটগাঁ নিউজ/এমআর