চাটগাঁ নিউজ ডেস্কঃ হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় রাসেল নামের এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তথ্যসূত্রে জানা যায়, ওইদিন রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন এলাকায় রাস্তার পাশের আবাদযোগ্য কৃষি জমি থেকে অবৈধভাবে স্কেভেটরের সাহায্যে কৃষি জমির টপ সয়েল (জমির উপরিভাগের মাটি) কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা প্রশাসন।
এসময় টপসয়েল কাটার কাজে জড়িত রাসেলকে তার অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসবিএন