পড়া হয়েছে: ৪০
চাটগাঁ নিউজ ডেস্ক: হাটহাজারী উপজেলাধীন হাটহাজারী বাস স্টেশন সংলগ্ন ভাই ভাই ঝাল বিতান নামের একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
হাটহাজারী বাস স্টেশন সূত্রে জানা গেছে , আজ শুক্রবার ২০ ডিসেম্বর সাড়ে ৫ টার দিকে হাটহাজারী বাস স্টেশন সংলগ্ন ভাই ভাই মার্কেটের ওই ঝালের দোকানটিতে রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে দোকানের প্রয়োজনীয় মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকান্ডে কোন নিহত বা আহতের কোন ঘটনা ঘটেনি।
হাটহাজারী ফায়ারে স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ মাহফুজ রিবেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সন্ধ্যা ৫টা ৩১ মিনিটের দিকে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চাটগাঁ নিউজ/ ইউডি